খোলা হাওয়া ডেস্ক:
বলিউডে অভিনয় করা পাকিস্তানের অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে লাহোরের জেলা আদালত। তাঁর বিরুদ্ধে লাহোরের ওয়াজির খান ঐতিহাসিক মসজিদের সামনে গানের ভিডিও শুটিং করার অভিযোগ আদালতের বিচারাধীন রয়েছে।
গত বুধবার (৮ সেপ্টেম্বর) লাহোর পুলিশের দায়ের করা দণ্ডবিধির ২৯৫ ধারায় একটি অভিযোগের বিচারকার্যে আদালত সাবা ও বিলালকে গ্রেফতারের পরোয়ানা জারি করে। গত বছর মামলাটি দায়ের করেছিল লাহোর পুলিশ।
ডনের খবরে বলা হয়, অভিনেত্রী সাবা কামার ও আরও কয়েকজন মিলে লাহোরের একটি ঐতিহাসিক মসজিদে নাচের ভিডিয়ো ধারণ করেছেন। ‘কবুল হ্যায়’ শিরোনামে একটি গানের দৃশ্য শুটিং করেছিলেন তারা। বলিউডের নায়ক ইরফানের বিপরীতে অভিনয় করছেন এ অভিনেত্রী।
মামলাটির চলাকালীন সময়ে একাধিকবার আদালতে অনুপস্থিত ছিলেন সাবা এবং কণ্ঠশিল্পী বিলাল সাঈদ। এ কারণেই তাদের বিরুদ্ধে লাহোরের ম্যাজিস্ট্রেট আদালত জামিনযোগ্য পরোয়ানা জারি করেছে। মামলাটির শুনানি ৬ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আদালত।
মামলাটির বিষয়ে সাবা বলেছিলেন, তারা সেখানে একটি বিয়ের দৃশ্য ধারণ করছিলেন। ওই দৃশ্যের সাথে কোনো গান ব্যবহার করা হয়নি বা পরবর্তীতে প্রযুক্তির মাধ্যমে গান যোগ করা হয়নি।
নিজ দেশের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন সাবা। তাঁকে সবশেষ ২০১৭ সালে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে দেখা গিয়েছিল ।