আক্রান্ত
২,০৩৭,৫৬৮
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছবদের আলী সরকার নেই।
বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় হরিরামপুর গ্রামের নিজবাড়ীতে বার্ধক্যজনিত রোগে ভুগে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ছবদের আলী সরকার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, ক্রোড়গাছা বিএল উচ্চ বিদ্যালয় সাবেক সভাপতি এবং এ ইউনিয়নের তিন তিনবারের সফল চেয়ারম্যান ছিলেন। তিনি হরিরামপুর গ্রামের মৃত চৈতা ব্যাপারীর প্রথম সন্তান।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহল থেকে নেতা-নেত্রীরা শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।