স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল গোবি খবরের প্রতিষ্ঠাতা ও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল সুমনের জন্ম দিন উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলা হক ম্যানশনে গোবি খবরের কার্যালয়ে কেক কর্তনের মাধ্যমে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিত সাংবাদিকরা মোস্তফা কামাল সুমনের উত্তোরত্তর সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। তাৎক্ষণিক এমন আয়োজনে মুগ্ধ হয়ে মোস্তফা কামাল সুমন উপস্থিত বিভিন্ন প্রিণ্ট, ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাংবাদিক শেখ মামুন হাসানের আয়োজনে কেক কর্তনে অংশ নেন বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবু বাবু, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক খোলা হাওয়া পত্রিকার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি ডিপটি প্রধান, সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, কোষাধ্যক্ষ অজয় চাকী, গোবিন্দগঞ্জ প্রেস ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ মামুন হাসান, সাংবাদিক জোবাইদুর রহমান সাগর, ইয়াসির আরাফাত, শেখ শাহীন, আরিফুল ইসলাম ও জোনাইদ প্রমুখ।