শফিকুল ইসলাম সাগর:
গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশক্রমে সাদুল্ল্যাপুরের সেই মানসিক রোগী পিণ্টুকে খাদ্য সহায়তা, ভাতা কার্ড ও চিকিৎসার আশ্বাস দিয়েছেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম। ধাপের হাট ইউপির খামারপাড়া গ্রামের দরিদ্র অটোভ্যান চালক বুদা মিয়ার ছোট ছেলে মো. মিজানুর রহমান পিণ্টু (৩৩) কে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সরেজমিন প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক এ উদ্যোগ নেন।
রবিবার (১০ এপ্রিল) বিকাল তিনটায় পিণ্টুর বাড়িতে উপজেলা সমাজ সেবা দপ্তরের খাদ্য সহায়তা ও প্রতিবন্ধী ভাতা কার্ড সহ উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, সমাজ সেবা অফিসের ইউনিয়ন কর্মী নাজমুল হোসেন সহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রোকসানা বেগম পিন্টু’র পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি পিণ্টুর পরিবারকে জানান, জেলা প্রশাসকের সাথে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্হা করা হবে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ আমরা বহন করবো। এছাড়া তিনি তাৎক্ষণিক ভাবে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে খাদ্য সহোযোগিতার পাশাপাশি ভাতা কার্ড তুলে দেন।
এমন উদ্যোগে মানসিক প্রতিবন্ধী পিণ্টুর মা-বাবা জেলা প্রশাসন সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি পিণ্টুর সুস্থ্যতায় সকলের দোয়া কামনা করেন।