স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ জাতীয় ভলিবল দলের কৃতি খেলোয়াড়, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বাবু শান্তনু কুমার দেব আর নেই। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বিকাল ৫টায় ফুলবাড়ি ইউনিয়নের গোবিন্দগঞ্জ নাকাই সড়ক সংলগ্ন শাকদহ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানা গেছে। তিনি ফুলবাড়ী ইউনিয়নের ছোট সাতাইল বাতাইল গ্রামের স্বর্গীয় বারীন্দ্র দেবের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে গত বুধবার (৯ নভেম্বর) কাটা ফাঁসিতলা এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের সাথে সংঘর্ষে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালের (কোমায়) চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন সহ বিভিন্ন মহল ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।