স্টাফ রিপোর্টার:
‘একটাই পৃথিবী-প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন’ শীর্ষক প্রতিপাদ্যে বগুড়ায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২২’ উদযাপন করেছে।
রবিবার (৫ জুন) দিনভর ‘বৃক্ষ-প্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ শিরোনামে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের আয়োজনে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর আথির্ক ও কারিগরি সহায়তায় সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর আওতায় গৃহীত কর্মসূচির মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, র্যালি ও আলোচনা সভা।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগ, বগুড়া কর্তৃক আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেয়। শেষে বগুড়ার বিসিক শিল্প নগরীতে বিভিন্ন ফাউন্ড্রি, ওয়ার্কশপ মালিক ও শ্রমিকদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে হ্যান্ড গ্লোভস, ওয়েস্টবিন, ঝাড়ু ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া ২টি কারখানায় বৃক্ষরোপণ শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিসিক শিল্প নগরীতে অবস্থিত রেজা ইন্জিনিয়ার্স এর স্বত্তাধিকারী মো. রেজাউল করিম রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র পরামর্শক মো. মোবারক হোসেন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাক’র সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন মো. জিয়া উদ্দিন সরদার, রোজী মেটাল এর স্বত্তাধিকারী মো. নাহিদ হাসান, মেসার্স আল মদিনা মেটাল ওয়ার্কস এর সিইও মো. গোলাম মোক্তাদির ওলি, গাক’র এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, এসইপি প্রকল্পের কর্মকর্তাসহ বিভিন্ন কারখানার মালিক ও শ্রমিকবৃন্দ।