1

প্রধানমন্ত্রীর প্রণোদনার ৪৩২ কোটি টাকা পেল ১৭ লাখ পরিবার

খোলা হাওয়া ডেস্ক:
আসন্ন ঈদুল আযহার আগেই প্রধানমন্ত্রীর প্রণোদনার ৪৩২ কোটি টাকা পেয়েছে দেশের ১৭ লাখ পরিবার। গত বৃহস্পতিবার (১৫ জুলাই) ১৭ লাখ ২০ হাজার ২১৪ জন শ্রমিক জনপ্রতি আড়াই হাজার করে টাকা পেয়ে গেছেন। এসব টাকার বেশির ভাগই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্য আর্থিক সেবায় (এমএফএস) এবং কিছু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এমন তথ্য জানা গেছে অর্থ মন্ত্রণালয় সূত্রে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত মঙ্গলবার নিম্ন আয়ের মানুষের জন্য পাঁচটি প্যাকেজে তিন হাজার ২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন। এদের মধ্যে প্রথমটি ছিল আড়াই হাজার টাকা। যা নিম্ন আয়ের মানুষকে (দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নৌপরিবহন শ্রমিককে) নগদ সহায়তা হিসেবে প্রদান করা হয়। এজন্য বরাদ্দ দেওয়া হয় ৪৫০ কোটি টাকা। গত বৃহস্পতিবারই অর্থ মন্ত্রণালয় সার্বিক যাচাই-বাছাই শেষে ১৭ লাখ ২০ হাজার ২১৪ জন শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে এ টাকা পৌঁছে দিয়েছে। যাচাই বাছাইয়ে বাদ পড়েছে চার হাজার ২৫৬ জন। টাকা পেয়েছেন এমন দিনমজুরের সংখ্যা ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯; পরিবহন শ্রমিক ২ লাখ ৩০ হাজার ৪৩২; নৌপরিবহন শ্রমিক ১ হাজার ৯৪৮ এবং ক্ষুদ্র ব্যবসায়ী ৫০ হাজার ৪৪৫ জন।

টাকা বিতরণ মাধ্যম হিসেবে রকেট, বিকাশ ও নগদে দেয়া হয় ১৬ লাখ ৬৪ হাজার ৬২৬ জনকে ৪১৮ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৩৯০ টাকা। অন্যদিকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দেয়া হয় ৫৫ হাজার ৫৮৮ জনকে ১৩ কোটি ৮৯ লাখ ৭০ হাজার টাকা। মোবাইলে দেয়া টাকা উঠানোর জন্য দেয়া হয়েছে অতিরিক্ত খরচের টাকাও।

প্রসঙ্গত, গত অর্থবছরেও কর্মহীন, অতিদরিদ্র মানুষকে সহায়তা দিতে সারাদেশে ৩৫ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার করে ৮৭৫ কোটি টাকা প্রদান করা হয়।