স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার পলাশবাড়ীতে চলমান বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব আব্দুস সবুর মন্ডল।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে পৌর এলাকার অফিসের হাট নামক স্থানে নির্মাণাধীন পলাশবাড়ী উপজেলা মডেল মসজিদ ও বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ পরিদর্শন করেন। ওই দিন বিকেলে উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ঠিকাদার প্রতিষ্ঠানকে সঠিক নিয়মে কাজ করার পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, উপজেলা প্রকৌশলী শাহরিয়ার কবির, উপজেলা সার্ভেয়ার ইব্রাহিম খলিল, হোসেনপুর ইউনিয়ন ভূমি সহকারী সাইফুল ইসলাম সহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।