বিশেষ প্রতিনিধি:
জয়পুর হাট সদরের বম্বু ইউনিয়নে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতায় সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বানিয়াপাড়া পল্লী সামজে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় পল্লী সমাজের উদ্যোগে দিনব্যাপী এ সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়। মেলায় গ্রামীণ জনপদের হারিয়ে যাওয়া খেলাধুলা মোরগ লড়াই, বালিশ খেলা, হাড়িভাঙ্গা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শেষে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভায় রিক্তা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বম্বু ইউপি সদস্য আব্দুল আওয়াল বাবু। প্রধান আলোচক ছিলেন সেলফ এর জয়পুরহাট জেলা ব্যবস্থাপক মো. কায়েম উদ্দিন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন সেলফ এর অ্যাসোসিয়েট অফিসার সন্ধ্যা তপ্ন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।