স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পবিত্র রমজান উপলক্ষে সুধী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছে জেলা ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার হলরুমে আয়োজিত সভায় পৌর এলাকার বেকারি, হোটেল-রেস্টুরেন্ট ও চা দোকানে পঁচা, বাসী খাবার বিক্রি না করা, উৎপাদিত খাদ্য পণ্যে ক্ষতিকারক রং ও কেমিক্যাল না মেশানো, প্রতিষ্ঠানগুলোকে খাবার ঢেকে রাখা সহ পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
পৌরসভার ২নং প্যানেল মেয়র রিমন কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুকিতুর রহমান রাফি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম, সরকারি কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুস সামাদ, বসির আহম্মেদ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), বিশিষ্ট ব্যবসায়ী বিমল কুমার সাহা বৈদ্য, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, শামীম অ্যান্ড শাকিল কারিগরী কলেজের প্রভাষক আব্দুল আজিজ, গোবিন্দগঞ্জ হোটেল রেঁস্তোরা মালিক সমিতি’র সভাপতি আসিফ মাহমুদ তমাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফুড ইন্সপেক্টর শ্রী মিলন কুমার, পৌরসভার ফুড ইন্সপেক্টর মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র মুকিতুর রহমান বলেন, রমজানে পবিত্র রক্ষা করে চলা জরুরি। সবহি সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানরা রোযা রেখে ইফতারিতে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টের মজাদার ইফতারি কিনে ইফতার করেন। এসময় ভেজাল ও স্বাস্থ্যহানিকর দ্রব্যে তৈরি খাদ্যসামগ্রী রোযাদার ব্যক্তিকে নানা অসুখে ভোগাতে পারে। তিনি ভেজাল খাদ্য উৎপাদন না করার জন্য মালিকদের সতর্ক এবং মাঠে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের জোর তৎপরতার আহ্বান জানান।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌরসভার মহিলা কাউন্সিলর সুইটি বেগম, জহুরা বেগম, শাহানা বেগম, কাউন্সিলর ছামুছ উদ্দিন ভেলা, মিজানুর রহমান রিপন, জাহাঙ্গীর আলম জাফু, আনারুল হোসেন আন্টু, হোটেল ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি।