স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদ ভিত্তিক ভাল শিখন পরিদর্শনের লক্ষে অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। এ সফরে অন্যতম অংশ অভিজ্ঞতা বিনিময় অংশে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিত্বকারীরা সামর্থের মধ্যে ও অল্প সময়ের মধ্যে অনুকরণীয় একাধিক বিষয় তাদের পরিষদে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
বুধবার (২৭ জুলাই) বিকাল ৪টায় উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রতিষ্ঠাকীকরণের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পরিষদ চত্বর পরিদর্শন করে।
উপজেলা প্রশাসন সুইজারল্যান্ড এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় ও বাংলাদেশ পারস্পরিক শিখন প্রতিষ্ঠাকীকরণ প্রকল্প (এনআইএলজি)এর আয়োজনে কামদিয়া ইউনিয়ন পরিষদে অভিজ্ঞতা বিনিময় সফর করেন গোবিন্দগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়নের প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে ইউপি চেয়ারম্যান, সচিব, সাধারণ ও সংরক্ষিত সদস্যরা সহ ৪০ জন উপস্থিত ছিলেন।
হেলভেটাস কনসালটেন্ড শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ১নং কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোসাহেদ হোসেন চৌধুরী বাবলু। তিনি তার পরিষদকে দৃষ্টিনন্দন করতে গ্রহণকরা পদক্ষপগুলো গল্পে গল্পে বর্ণনা করেন। অন্যান্যদের মধ্যে মতবিনিময় করে বক্তব্য রাখেন ৩নং শাখাহার ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, নাকাই সহ তিনটি ইউনিয়নের সচিব, বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ।
সফরে উপস্থিত বিভিন্ন ইউপির নির্বাচিত প্রতিনিধিরা একটি আদর্শ ইউনিয়ন পরিষদ চত্বর গড়তে কামদিয়া ইউনিয়নের গ্রহণ করা বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়শী প্রসংশা করেন । এসময় তারা ইউনিয়ন পরিষদের দৃষ্টিনন্দন গেট, পরিষদ চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে বিভিন্ন প্যানা ঝুলানো, আগ্রহী সেবাগ্রহণকারী প্রতিবন্ধীদের জন্য ঢালু সিঁড়ি ও হুইল চেয়ার রাখা, পরিষদ ভবনে দৃষ্টিনন্দন রেলিং, সাইকেল গ্যারেজ, নামাজ ঘর, ওযু খানা, ডাস্টবিন, তথ্য প্রদানকারী নির্বাচন, ফুল-ফল ও গাছ বাগান, হ্যান্ড ওয়াশ ও বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার, ব্রেস্ট কর্ণার, সেবা গ্রহণকারীরা পরিপাটি হতে আয়নার ব্যবহার, জরুরি প্রয়োজনে যে কোনো অনুষ্ঠান আয়োজনে রান্না ঘর, বিভিন্ন কক্ষের নামকরণ, পরিষদ ভবনকে আকর্ষণীয় করতে উজ্জ্বল রং সহ সার্বিক পদক্ষেপে মুগ্ধ হন।
উল্লেখিত পদক্ষেপগুলোর মধ্যে থেকে একাধিক বিষয় অংশগ্রহণকারীরা বিভিন্ন মেয়াদে তাদের পরিষদ চত্বরে বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেন।