স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাগলা শিয়ালের কামড়ে ৮ জন আহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর বাজারে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত চাঁদপুর সিংগা গ্রামের সাবু (৪০), জোলেখা (৪০), আশরাফুল (৪৫), ছকিনা (৪৩), বিমান (১৫), তোজারুল (২৬)কে প্রাথমিক চিকিৎসা দিয়েছে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকলে অফিসার ডা. ফরহাদ আলী।
এলাকাবাসি জানায়, আজ রাত ১০টার পর অন্ধকারে প্রসাব করতে গেলে একটি পাগলা শিয়াল প্রথমে একজনকে কামড় দেয়। পরে শিয়ালটি অস্থির হয়ে একে একে ৮জনকে কামড় দেয়। এ এলাকায় সন্ধ্যর পর থেকেই শিয়ালের উপদ্রব রয়েছে। বিশেষ করে গোবিন্দগঞ্জ-নাকাই ভায়া গাইবান্ধা সড়কে প্রায়ই এদের দেখা মেলে। পরে স্থানীয়রা শিয়ালকে মেরে ফেলে। তাদের ধারনা শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল।