খোলা হাওয়া প্রতিবেদক:
‘রাইড ফর রোড সেফটি অ্যান্ড বাংলাদেশ’ স্লোগানে ‘ট্যুর ৬৪ জেলা বাংলাদেশ ২০২২’ এর চার রাইডার ৪০তম জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রচারণা চালিয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ পৌরশহরের থানা চারমাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে স্থানীয় বাইকার রাইড এর সদস্যদের নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালায়। তারা বিভিন্ন মটরসাইকেল ও যানবাহনে স্টিকার লাগানোর পাশাপাশি চালকদের সাথে যত্রতত্র গাড়ি পার্কিং না করা, গাড়ির লুর্কিং গ্লাস, ব্রেক ও গতি বিষয়ক সচেতনামূলক মত বিনিময় করে। এসময় ৬৪ জেলা সফরে বের হওয়া চার বাইকার রবিন মাহমু সুহাত, প্রিন্স হাবিব, শাহান আলম ও এস এম জাকারিয়া সহ স্থানীয় বাইকার সোহাগ সরকার, স্বপন সরকার, রবিউল ইসলাম, রাফু, খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ট্যুর ৬৪ জেলা বাংলাদেশ ২০২২ এর সদস্যরা গত ২ ফেব্রুয়ারি ঢাকার মানিকমিয়া অ্যাভিনিউ থেকে যাত্রা শুরু করে খুলনা ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা সফর শেষে ৪০তম জেলা হিসেবে বুধবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবস্থান করে। চারজনের এই দলের সদস্য প্রিন্স হাবিব গোবিন্দগঞ্জ পৌরসভার প্রধানপাড়ার মোফাখ্খর হোসেনের ছেলে।