গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের করতোয়া, কাটাখালী ও বাঙালী নদী সহ বিভিন্ন স্থানের শতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন ও সরবরাহ সম্প্রতি ৯০ ভাগ বন্ধের পথে। যা সম্ভব হয়েছে জেলা-উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে। এতে করে উপজেলাবাসীর দীর্ঘদিনের চাওয়া পূর্ণ হয়েছে। এ কাজে উপজেলাবাসী সাধুবাদ জানিয়েছে শতাধিক পয়েন্ট বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
তাদের প্রশ্ন শতাধিক পয়েন্ট বন্ধ করায় গোবিন্দগঞ্জ থেকে বালু ক্রেতারা এখন সবাই তাদের চাহিদা পূরণ করছে মহিমাগঞ্জের নদী খননের বালু সরবরাহ করে। আজ মহিমাগঞ্জে বালু আছে; কাল যদি সেখানকার খনন কাজ শেষ হয় তবে কী করতোয়া ও কাটাখালী নদীর পুরানো পয়েন্টগুলো আবারও চালু হবে। যদি এমনটা হয় তাহলে জেলা ও উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী সহ রাজনৈতিক নেতারা প্রশ্নবিদ্ধ হবে।
এখন সচেতন মহলের জিজ্ঞাসা, মহিমাগঞ্জের নদী খননের বালু বিক্রি ও পরিবহনের বৈধ্যতা উৎসুক জনতার সামনে পরিষ্কার করা জরুরি। তারা এর বিস্তারিত জানতে চায়…।