গোবিন্দগঞ্জে প্রসব পূর্ব পরিচর্যা বিষয়ক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক গর্ভবতী নিয়ে প্রসব পূর্ব পরিচর্যা ও করণীয় বিষয়ক সেশনওয়ারী ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মার্চ) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে গর্ভবতী মায়েদের নিয়ে ঘণ্টাব্যাপী স্বাস্থ্যশিক্ষা সেশনের পর এএনসি ( ANC campaign) সেবা প্রদান করা হয়। ক্যাম্পেইনকে সফল করতে শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়।
ক্যাম্পেইনের ধারাবাহিক সেশনগুলোতে গর্ভবতীদের এএনসি কার্ড প্রদান, টিটি টিকা প্রদান, ফ্রি চিকিৎসা, কাউন্সেলিং, উচ্চতা এবং ওজন নির্ণয়, রক্তশূন্যতা নির্ণয়, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নির্ণয় সহ এক মাসের ঔষধ ফ্রি দেয়া হয়। সরকারি হাসপাতালে ডেলিভারিকে উদ্বুদ্ধ করে বাড়িতে ডেলিভারির ঝুঁকি ও ফিস্টুলার পরিণতি বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ডা. নুসরাত , ডা. ফাতিমা ও ডা . গুলশান। ক্যাম্পেইনে উপস্থিত প্রসূতিদের সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফগণ, এম.টি ল্যাব ও এমটি ইপিআই সহায়তা করে।
প্রসঙ্গত, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত এএনসি, পিএনসি সেবা সহ নরমাল ডেলিভারি ও সিজারিয়ান সেকশন চালু রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি হাসপাতালটির সেবার মানোন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।