স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পথরোধে মারপিট করে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (২০ এপ্রিল) সাড়ে ৩টার দিকে গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জ সড়কের শোলাগাড়ীতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কোচাশহর ইউপির শক্তিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে এনামুল হক(৫৮) ও সাইফুল ইসলাম (৬০)। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে থানায় একটি এজাহার জমা করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ৩টার দিকে এনামুল ও তার ভাই সাইফুল ইসলাম গোবিন্দগঞ্জের ভাগ্যকুঠিরের সামনের স্ট্যান্ড হতে একটি অটোতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে শোলাগাড়ী নামক স্থানে ওৎপেতে থাকা দক্ষিণ শোলাগাড়ী গ্রামের পিতা মৃত আফজাল হোসেনের ছেলে অভিযুক্ত প্রতিপক্ষ জুয়েল মিয়া (৩৫), মাসুদ মিয়া (৩৮) এবং শক্তিপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শরিফুল ইসলাম (৫০) ও শরিফুল ইসলামের ছেলে কনক মিয়া (২২) অটো’র গতিরোধ করে। অটো থেকে এনামুল ও সাইফুলকে টেনে হেচড়ে নামানোর পর অজ্ঞাত ৫-৭জনকে সাথে নিয়ে হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারপিট করে। এসময় উভয়কে রক্তাক্ত ও হাড় ফাটা জখম করে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত এনামুল হক জানান, অভিযুক্ত ব্যক্তিরা আমাদের হাত ও পায়ে রক্তাক্ত জখম করে এবং কোমরে বেদনাদায়ক আঘত করে। এসময় আমাদের কাছে থাকা ৪৫হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। আমরা দুই ভাই বর্তমানে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছি। আমরা এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।