গোবিন্দগঞ্জে ট্রাক টার্মিনাল পরিদর্শনে এএসপি
স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক টার্মিনাল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুুপার উদয় সাহা।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার চাপড়ীগঞ্জ এলাকায় মহাসড়ক সংলগ্ন স্থানে ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় স্থাপিত ট্রাক টার্মিনালটি পরিদর্শনে সহকারী পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন ও ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার নূর মোহাম্মদ খায়রুল বাশার নয়ন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, বগুড়া জোনের গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম, জেলা পুলিশের ট্রাফিক বিভাগের টিআই অ্যাডমিন আব্দুর নূর, টিআই চঞ্চল, গাইবান্ধা জেলা মোটরবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাইম সরদার, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বাধীন কুমার দাস, সহ সাধারণ সম্পাদক হাজী মহাতাব প্রধান, প্রচার সম্পাদক রঞ্জু শেখ প্রমুখ।
পরিদর্শনে সহকারী পুলিশ সুপার উদয় সাহা ব্যস্ততম গোবিন্দগঞ্জ পৌর শহরের অদূরে চাঁপড়ীগঞ্জে টার্মিনাল স্থাপনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন- মহাসড়ক উন্নয়নের কাজ চলমান রয়েছে। গোবিন্দগঞ্জে শত শত ট্রাক যত্রযত্র পার্কিং করে রাখলে যানজট তীব্র আকার ধারণ করবে। তাই এমন উদ্যোগকে সময়োপযোগী সিদ্ধান্ত বলে মত দেন তিনি।
ট্রাক মালিক সমিতির সম্পাদক নূর মোহাম্মদ খায়রুল বাশার নয়ন বলেন, প্রাথমিক পর্যায়ে ৮৫ শতাংশ জমি দুই বছরের জন্য লীজ নিয়ে টার্মিনালের যাত্রা শুরু হল। যেখানে যথেষ্ট নিরাপত্তার সাথে ট্রাক ও মালিকরা বিশ্রাম নিতে পারবে। আগামীতে স্থায়ীভাবে টার্মিনাল নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।