খোলা হাওয়া প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ নামকরণে ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের জামালপুর হাটে শাহ আব্দুল হামিদ ক্যাডেট মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করা হয়।
তালুককানুপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান জননন্দিত খন্দকার আব্দুর রহমান মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি শাহ আব্দুল হামিদের দৌহিত্র ও গাইবান্ধা সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবির।
প্রধান অতিথি সারোয়ার কবীর তার বক্তব্যে বলেন, আমার দাদা বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন ত্যাগী নেতা ছিলেন। তিনি গণপরিষদের প্রথম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনারা আমার দাদাকে সম্মান জানিয়ে তাঁর নামে এই মাদ্রাসা স্থাপন করেছেন এজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। শাহ আব্দুল হামিদ ক্যাডেট মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আব্দুর রহমান মাস্টার বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা অর্জনের বুনিয়াদ হিসেবে প্রাথমিক শিক্ষাস্তর অন্যতম ভূমিকা রাখে। প্রাথমিক শিক্ষাস্তরে শাহ আব্দুল হামিদ ক্যাডেট মাদ্রাসাও মানসম্মত শিক্ষা প্রদান করে মেধাবী জাতি গঠনে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।