স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজে বিএনসিসি ক্যাডেটদের পদোন্নতি ব্যাচ পরিধান ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন ৩২, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী।
বুধবার (২০ জুলাই) সকালে কলেজ চত্বরে ক্যাডেট পদোন্নতি অনুষ্ঠান শেষে কলেজ অডিটরিয়ামে শিক্ষকদের সাথে বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেট শিক্ষার্থীদের ব্যাচ ও শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদান করেন।
বক্তব্যে এমপি বলেন, গোবিন্দগঞ্জ কলেজটি ৩০ বছর আগেই সরকারি হত। দুঃখের বিষয় তা ৩০ বছর পর হলো। এসময় তিনি বিএনসিসি’র জরাজীর্ণ ও প্রায় পরিত্যক্ত ভবনটির পরিবর্তে নতুন একটি অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদের সভাপতিত্বে ও প্রভাষক তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন, শহরগছি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবিব প্রিন্স, মহিমাগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পি, মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কাউন্সিলর মাসুদ রানা বাপ্পী, গোবিন্দগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক জামিল হোসেন মণ্ডল, ড. শাহ সুলতান তালুকদার, প্রভাষক ফিরোজ খানুন, নূর হোসেন নান্নু, দিপক কর, মিথুন বানু, রফিকুল আলম, গোলাপবাগ সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি সৈয়দ তোফায়েল আহমেদ এলিন, পি.ইউও অত্র কলেজের বিএনসিসি প্লাটুন মো. রায়হান আলী, রোভার স্কাউটের আবুল হোসেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী প্রমুখ।