স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইট-ভাটা মালিকের কাছে চাঁদাদাবি করে না পাওয়ায় মারপিট পূর্বক দুই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার (২৮ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউপির বাগদা বাজারে অপহরণের উদ্দেশ্যে ধরে নিয়ে গিয়ে মারপিটের ঘটনা ঘটে। এসময় ভাটা মালিক সোলায়মান আজাদের কাছে থাকা ইট বিক্রির নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় এজাহারে অভিযুক্ত সৈয়দ কয়েস উদ্দিন, তালাস মিয়া ও রাজু মিয়া। এমন ঘটনায় ওই তিনজনকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন সোলায়মান আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, কাটাবাড়ী ইউনিয়নের মৃত আলহাজ্ব আব্দুর রহিম সরকারের ছেলে সোলায়মান আজাদ একজন ইট-ভাটা ব্যবসায়ী। অভিযুক্ত ব্যক্তিরা কিছুদিন ধরে ইট-ভাটা মালিকের কাছ থেকে এক লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা পরিকল্পিতভাবে তারা ঘটনার রাতে বাগদা বাজারের ডা. শাহারুলের দোকান থেকে ওষুধ কেনার সময় ভাটা মালিকের ভাগিনা রাকিব উল্যাহ প্রধান উল্লাসকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। বাজারের অদূরে উল্লাসকে বেধরক পেটাতে থাকে এবং মামা সোলায়মান উদ্ধার করতে গেলে তাকেও কিলঘুষি মেরে পকেটে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয়।স্থানীয়রা উল্লাস ও সোলায়মানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।