স্টাফ রিপোর্টার:
উপচে পড়া দর্শক নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলায় কুড়িপাইকা বোয়ালমারি এ কে এম স্পোর্টিং ক্লাব ২৯-২৬ পয়েন্টে খড়িয়া যুব উন্নয়ন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।
শুক্রবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ৩টার সময় উপজেলার বালুভরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় হা-ডু-ডু’র ফাইনাল খেলা। বালুভরা কাচারীপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বিশিষ্ট সমাজসেবক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবীর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, সেকেন্ড অফিসার সঞ্চয় সাহা, সমাজ সেবক আব্দুল হামিদ, ইউপি সদস্য দেলোয়ার হোসেন ধলু, সংরক্ষিত মহিলা সদস্য মনোয়ারা বেগম মানি প্রমুখ। খেলাটি পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য মো. হেলাল মণ্ডল এবং ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম।
উল্লেখ্য, ২০২১ সালে খেলাটি মাঠে গড়ালেও মহামারি করোনার কারণে ফাইনাল খেলা স্থগিত হয়ে যায়। সেসময় একাধিক দলের মধ্যে থেকে ফাইনালে ওঠা এ দু’দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। গরু-খাসি পুরস্কারের এ খেলায় স্মরণকালের সর্বোচ্চ দর্শকের উপস্থিতি প্রমাণ করে জাতীয় খেলা হা-ডু-ডু তার ঐতিহ্য হারায়নি; গ্রামীণ জনজীবনের অন্তরে এ খেলার প্রতি ভালবাসা এখনও অনেক উচ্চে।