আক্রান্ত
২,০০৮,০৬৮
বিশেষ প্রতিনিধি, মুনছুর ররহমান:
জয়পুরহাটের কালাই উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অসহায় দরিদ্র ও অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্য অর্থ চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির মাধ্যমে অসচ্ছলদের চিকিৎসার জন্য প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা পরিষদের তিন তিন বারের চেয়ারম্যান ও কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল করীম, জিন্দারপুর ইউপি সভাপতি রফিকুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।