স্টাফ রিপোর্টার:
বঙ্গবন্ধু বাংলাদেশ লীগ (বিবিএল-২) চ্যাম্পিয়ান শীপে আমন্ত্রণ পেয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলা বক্সিং ক্লাব। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় ১০টি শ্রেণিতে ১০ জন প্রশিক্ষণার্থী বক্সাররা অংশগ্রহণ করবে।
জানা যায়, উত্তরবঙ্গের একমাত্র ফাঁসিতলা বক্সিং ক্লাবের যাত্রা শুরু হয় মে ২০২২ সালে। প্রথম পর্যায়ে এর প্রশিক্ষণার্থীর সংখ্যা ১২ জন। সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মো. আবু রায়হান মণ্ডল রাশেদের ঐকান্তিক প্রচেষ্টায় ও প্রশিক্ষণ নিয়ে শুরুর বছরেই ১০ জন বক্সারের বিবিএল-২ চ্যাম্পিয়ানশীপে অংশগ্রহণ রীতিমত চমকের সৃষ্টি করেছে।
অব. সার্জেন্ট আবু রায়হান বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি কালীন দীর্ঘ ১৫ বছর বক্সিয়ে প্রশিক্ষণ দিয়ে এসেছেন। বিশেষ করে চাকরির শেষ ১০ বছর বক্সিং ক্লাবের এর কোচের দায়িত্ব পালন করেন। তিনি বিকেএসপি (আর্মি), এসপি,টিএস আরমি স্কুল অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং এর কোচ ছিলেন।
আমাদের প্রতিনিধি আবু রায়হানের ভিন্নধর্মী এমন উদ্যোগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার চাকরি জীবনের ১৫টি বছর কেটেছে বক্সিংয়ের সাথে। দীর্ঘ প্রায় ১০টি বছর সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বক্সিং বিষয়ক প্রশিক্ষক ও কোচ ছিলাম। উত্তরবঙ্গে বক্সিংয়ের কোন ক্লাব না থাকায় আমার নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলায় একটি ক্লাব প্রতিষ্ঠা করি। প্রাথমিকভাবে আগ্রহী ১২ জন কিশোরকে নিয়ে আমার এ যাত্রা শুরু।
গত ২ অক্টোবর বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ স্যার জানান, আগামী ১ থেকে ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু বাংলাদেশ লীগ চ্যাম্পিয়ন শীপ (বিবিএল-২) ফাঁসিতলা বক্সিং ক্লাবের ১০জন ১০টি শ্রেণিতে অংশগ্রহণ করবে। এজন্য আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উত্তরবঙ্গ তথা গাইবান্ধার একমাত্র ক্লাব হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে আমরা যেন সুনাম অর্জন করতে পারি। যা আগামীতে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ করে দিবে। সেজন্য উত্তরবঙ্গবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।