স্টাফ রিপোর্টার:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রংপুর ইপিজেড স্থাপনের সিন্ধান্তকে সাধুবাদ জানিয়ে গোবিন্দগঞ্জে গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালন করেছে গ্যাস বাস্তবায়ন কমিটি।
সোমবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহর অংশে আপামর উপজেলাবাসী, রাজনৈতিক, শ্রমজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। রংপুর বিভাগের প্রবেশদার গোবিন্দগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি এ উপজেলায় বেসরকারি পর্যায়ে ছোট বড় শিল্প-কারখানা স্থাপনের সুযোগ রেখে সর্বস্তরে গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তব্যে গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা সাবেক সাংসদ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ এক পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ১৯৬০ সালে রংপুর চিনিকলের ইক্ষু ফার্মের জন্য ১৮৬০ একর জমি একর করা হয়। যার মাত্র ২৭ শতাংশ জমি আদিবাসী সাঁওতালদের। অবশিষ্ট জমি বাঙালিদের। অথচ আরইপিজেড স্থাপনের বিরোধীতাকারী একটি ষড়যন্ত্রীমহলের ইন্ধনে সাঁওতালরা ১৮৬০ একর জমি দখলে নেওয়ার ঘৃণ্য মানসিকতা প্রকাশ করছে। কিন্তু মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা গোবিন্দগঞ্জবাসীকে স্বাবলম্বী ও অর্থনৈতিক উন্নয়নে যে পদক্ষেপ গ্রহণ করেছেন; এর সাথে এ উপজেলায় সর্বস্তরে গ্যাস সংযোগ বাস্তবায়নের অনুমতি দিবেন-উপজেলাবাসীর পক্ষে এমন আবেদন জানান।
মানববন্ধনে গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা বলেন, গোবিন্দগঞ্জের উন্নয়নের লক্ষে গ্যাস সংযোগ বাস্তবায়নের দাবিতে উপজেলাবাসীকে নিয়ে আগামীতে আরও বৃহৎ কর্মসূচি পালন করা হবে। শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস-ঐতিহ্য-ক্রীড়া সকল ক্ষেত্রে অগ্রগামী এ উপজেলার প্রয়োজনীয় সকল দাবী বাস্তবায়নে আমরা মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
মানববন্ধনে গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জাসদ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী, আরইপিজেড আন্দোলনের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জিবু বাবু, উপজেলা দর্জ্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহারুল ইসলাম, অ্যাডভোকেট এম এ হাসান আহম্মেদ মুন্না, মহিলা ডিগ্রী কলেজের অধ্যাপক আবু তাহের, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আল মামুন মোবারক, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, উপজেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি আ. আউয়াল বিএসসি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লূৎফর রহমান, বাসদ নেতা কালা মানিক দেব, কামারদহ ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্য মিজানুর রহমান মিণ্টু প্রমূখ।